Institute History
বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতিকে ঝাউগড়া ইউনিয়নে চির অম্লান রাখার লক্ষ্যে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ঝাউগড়া’র কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী. সফল রাজনীতিবিদ, জামালপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞ সাধারণ সম্পাদক জনাব ফারুক আহাম্মেদ চৌধুরী ও শিক্ষাক্ষেত্রের প্রাণ পুরুষ, বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব মির্জা আজম এমপি মহোদয়ের যৌথ উদ্যোগে এবং অত্র এলাকার আপামর জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ১৯৯৭ সালে ঝাউগড়া ইউনিয়নের কেন্দ্রস্থলে জামালপুর-মেলান্দহ-সরিষাবাড়ী প্রধান সড়ক সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত সবুজে ঘেরা সম্পুর্ণ গ্রামীণ পরিবেশে “বঙ্গবন্ধু সরকারি কলেজ ঝাউগড়া” প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক (বিএমটি), স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৫০০। কলেজটিতে ১টি ৪-তলা আইসিটি ভবন, ১টি ৩ তলা, ২টি দ্বি-তল ও ৪টি টিনশেড ভবন রয়েছে। কলেজে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব. ও উচ্চ মাধ্যমিক (বিএমটি) পাবলিক পরীক্ষার কেন্দ্র রয়েছে। অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয় হলো কলেজটি গত ০৮/০৮/২০২১ খ্রিঃ তারিখে সরকারিকরণ করা হয়েছে।